মোবাইলে পর্ণ দেখলে অজানতেই যেসব বিপদে পড়তে পারেন

মোবাইলে পর্ণ দেখার বিপদ

নিষিদ্ধ বিষয়ে সব সময়ই আগ্রহ বেশি থাকে মানুষের। তেমনই একটি বিষয় পর্ণ দেখা। আজকাল প্রযুক্তির সহজলভ্যতায় মানুষের মধ্যে এটি আসক্তির মত হয়ে গেছে। বিশেষ করে হাতে থাকা অ্যান্ড্রয়েড বা স্মার্ট ফোন এটিতে আরো সহজলভ্য করে দিয়েছে।

কিন্তু একবারও কী ভেবেছেন মোবাইলে পর্ণ দেখলে কী ধরণের বিপদে পড়তে পারেন আপনি?

কিছু-কিছু ক্ষেত্রে অনলাইনে পর্ন ভিডিও দেখার সময় ব্যবহারকারীর ই-মেইল অ্যাড্রেস চাওয়া হয়। সেক্ষেত্রে ই-মেইল অ্যাড্রেস না দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। ই-মেইল অ্যাড্রেস দিলে ব্যবহারকারীর তথ্য পেয়ে যায় অপরাধ চক্র। সেই তথ্য ব্যবহার করে হ্যাকাররা আপনার বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করে ফেলতে পারে।

এভাবে পর্ন দেখলে সমস্যায় পড়ার আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটেনের নিরাপত্তা সংস্থা ওয়ান্ডেরা। সংস্থাটি বলছে, আপনি ‌যখন আপনার মোবাইলে পর্ন দেখছেন, তখন তা রেকর্ড করে ফেলতে পারে হ্যাকাররা। পরে তা প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে বিপুল টাকা আদায় করতে পারে ইন্টারনেট দস্যুরা।

বিশেষজ্ঞদের দাবি, থ্রি এক্স রেটের পর্ন সাইট থেকে বেশিরভাগ ম্যালওয়্যার তৈরি হয়। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম পর্ন দেখার ক্ষেত্রে মোটেই নিরাপদ নয়। তবে মোবাইল ফোনের তুলনায় অনেকটা নিরাপদ ডেক্সটপ। বিপদটা হলো- পর্ন দেখার সময় মোবাইলের ক্যামেরা দিয়েই তা রেকর্ড করে ফেলতে পারে হ্যাকাররা। পরে সেটা নিয়ে ব্লাকমেইলিং করার আশঙ্কা থাকে:। সূত্র: জি নিউজ