প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি

শেখ হাসিনা

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ও তাদের ওপর নিপীড়ন বন্ধের বিষয়ে জাতিসংঘে ব্ক্তব্য দিয়ে ‘আন্তর্জাতিক মহলে প্রশংসিত হওয়ায়’ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তায় থাকবে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে কাল শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত একটি ফ্লাইটে করে ঢাকায় আসছেন তিনি।

প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি আজ শুক্রবার লন্ডনের স্থানীয় সময় বিকেল সোয়া পাঁচটায় রওনা দেবে। ফ্লাইটটির কাল সকাল ৯টা ২৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে ।

সকালে দেশে ফেরার পর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। এ সময় বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের দুই পাশে দলের নেতা–কর্মীরা অবস্থান করে এই সংবর্ধনায় অংশ নেবেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিয়ে দৃষ্টান্ত সৃষ্টি এবং তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। এ জন্য দেশের বিশিষ্ট নাগরিক ও দেশবাসীর পক্ষ থেকে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হবে।

তবে এ সংবর্ধনা দেওয়ার সময় যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, এ জন্য কাজ করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।

বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দলের নেতা-কর্মীরা এবং দলের বাইরের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। এ সময় রাস্তায় কোনো প্রকার প্রতিবন্ধকতা তৈরি করা হবে না।

সংবর্ধনার রুট ম্যাপ

গণভবন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত থাকবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, সেখান থেকে শহীদ জাহাঙ্গীর গেইট অংশে স্বেচ্ছাসেবক লীগ, সেখান থেকে মহাখালী পর্যন্ত আশপাশের থানাগুলোর দল ও সহযোগী সংগঠন, সেখান থেকে বনানীর কাকলী অংশে ছাত্রলীগ, সেখান থেকে র‌্যাডিসন হোটেল পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগ এবং র‌্যাডিসন হোটেল থেকে বিমানবন্দর পর্যন্ত অংশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগে ভাগে অবস্থান নেবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতিসংঘের কর্মসূচি শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শেখ হাসিনার পিত্তথলি অপসারণ করা হয়।

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কয়েকদিন বিশ্রাম নিয়ে গত সোমবার লন্ডন যান তিনি। অসুস্থতার কারণে ফেরার তারিখ পেছালেও ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি অনলাইনে গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজও সারছেন প্রধানমন্ত্রী।

এর আগে ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন শেখ হাসিনা; বিভিন্ন গুরুত্বপূর্ণ সভা ছাড়াও বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

সাধারণ অধিবেশনের বক্তৃতায় মিয়ানমারের রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের উপর শরণার্থীদের চাপের বিষয়টি বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেন শেখ হাসিনা।

জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কে যান প্রধানমন্ত্রী। অধিবেশন শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান তিনি। সেখানে এক সপ্তাহ অবস্থানের পর ২ অক্টোবর লন্ডন হয়ে দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার হয়। পরে ৩ সেপ্টেম্বর সেখান থেকে লন্ডনে যান তিনি।