
নিজেদের মাঠে পেরুর সঙ্গে জিততে না পারায় রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়াটাই যেন ভীষণ দুরূহ হয়ে গেছে আর্জেন্টিনার জন্য। বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে শুরু হওয়া ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ষষ্ঠ স্থানে আছে হোর্হে সাম্পাওলির দল।
ম্যাচের শুরু থেকেই স্লোগান-গান যথাসাধ্য করেছে বোকা জুনিয়র্সের মাঠ লা বোমবোনেরার দর্শকরা। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়েই বাড়ি ফিরতে হয় তাদের।
একাদশে পাওলো দিবালা ও মাওরো ইকার্দির বদলে লিওনেল মেসির সঙ্গে আক্রমণভাগে কোচ হোর্হে সাম্পাওলি খেলান ইতালির দল আতালান্তার ফরোয়ার্ড আলেহান্দ্রো দারিও গোমেস ও স্থানীয় ক্লাব বোকা জুনিয়র্সের স্ট্রাইকার দারিও বেনেদেত্তোকে।
শুরু থেকে বেশ গোছানো ফুটবলে খেলে বল নিয়ন্ত্রেণে রেখে আক্রমণ চালাতে থোকে স্বাগতিকরা। ১৪ মিনিটের সময় কর্নার থেকে মেসির শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে দিক পাল্টায়। ১০ মিনিট পর ডি-বক্সের প্রান্তে বল পেয়েও আনহেল দি মারিয়া নেন লক্ষ্যভ্রষ্ট শট।
বাঁ দিক থেকে ডি-বক্সে ঢোকা আলেহান্দ্রো দারিও গোমেসের কর্নারের বিনিময়ে পাওয়া শট ৩৩তম মিনিটে সেভ করেন পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসে।
এর পর পরই প্রথমার্ধের সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিল পেরু। বাঁ দিক থেকে নিচু ক্রসের বল ছয় গজের বক্স থেকেও গোল করতে পারেনি ফারফান।
৩৮তম মিনিটে গোলকরার আরেকটু কাছাকাছি গিয়েছিলেন মেসি। ডি-বক্সের বেশ বাই থেকে নেওয়া শট একটুর জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
বিরতির আগে মেসির নিখুঁত ক্রসে খুব কাছ থেকে হেড লক্ষ্যে রাখতে পারেনি বোকা জুনিয়র্সের স্ট্রাইকার দারিও বেনেদেত্তো।
প্রথমার্ধে অনুজ্জ্বল আনহেল দি মারিয়াকে বিরতির সময় বদলে ফেলেন সাম্পাওলি। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামেন জেনিতের মিডফিল্ডার এমিলিয়ানো রিগোনি।
দ্বিতীয়ার্ধে দুর্দান্ত শুরু করে আর্জেন্টিনা। মেসির বাড়ানো বলে বেনেদেত্তোর শট ঠেকান গোলরক্ষক। ফিরতি বলে মেসি গোল পেতেন যদি প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পাঁয়ের হালকা ছোঁয়া না লাগতো। খালি জালে না ঢুকে বল ফিরে আসে গোল পোস্টের গোড়ায় লেগে।
৫৭ মিনিটে মেসির পাস থেকে গোমেসের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন পেরুর ত্রাতা গালেসে। চার মিনিটে পর মেসির পাস থেকে অনেকটা ফাঁকায় থাকা রিগোনি লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে সহজ একটি সুযোগ নষ্ট করেন।
৬৮তম মিনিটে মেসিরবাড়ানো দারুণ একটি বল থেকে বেনেদেত্তোর শট ঠেকান গালেসে। ম্যাচের শেষ দিকে বিপজ্জনক জায়গা থেকে মেসির ফ্রি-কিক বাধা পায় রক্ষণ দেয়ালে।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চার দল সরাসরি রাশিয়া বিশ্বকাপ খেলবে। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকেট পেতে খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দল নিউ জিল্যান্ডের সঙ্গে।
আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবে একুয়েডরের মাঠে।
দিনের প্রথম ম্যাচে নিজেদের মাঠে গোলরক্ষক কার্লোস লাম্পের নৈপুণ্যে ব্রাজিলকে গোলশূন্য ড্রয় করে রুখে দেয় বলিভিয়া।