এসকে সিনহা ক্যান্সার আক্রান্ত; এজন্যই ছুটি: অ্যাটর্নি জেনারেল

মাহবুবে আলম

ক্যান্সারের চিকিৎসার জন্যই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটিতে গেছেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্ট বারের ভূমিকা উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ব্রিফিংয়ে এ দাবি করেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, ‘প্রধান বিচারপতি ছুটিতে গেছেন। আমরা জানি উনি ক্যান্সার রোগী। এর আগে ক্যান্সারের চিকিৎসা হয়েছে। কাজেই বিষয়টি সম্পূর্ণভাবে ওনার ব্যক্তিগত ব্যাপার।’

প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে বলে আইনজীবী সমিতির সভাপতির বক্তব্য প্রসঙ্গে আ্যটর্নি জেনারেল বলেন, ‘আইনজীবী সমিতি একটি বিশেষ রাজনৈতিক দলের লোকদের দখলে। তাদের ওইসব বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নেই।’

প্রধান বিচারপতির সাথে যোগাযোগ আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কয়েকদিন হল তার সঙ্গে আমার যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন তা আমি যানি না।’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা মঙ্গলবার থেকে ছুটিতে যাওয়ায় আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন। সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।