
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাজে হার সঙ্গী হলো বাংলাদেশের। সোমবার টেস্টের পঞ্চম ও শেষদিন ৩৩৩ রানে টাইগারদের পরাজিত করে প্রোটিয়ারারা। এমন অসহায় আত্মসমর্পণের পর বাংলাদেশের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক মুশফিকুর রহীম।
পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৪৯৬ রান তোলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩২০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৭৬ রানে লিড পাওয়া দক্ষিণ আফ্রিকা রোববার ৬ উইকেটে ২৪৭ রান তোলে ইনিংস ঘোষণা করলে বাংলাদেশের সামনে ৪২৩ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়ায়। সেইলক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রোটিয়া বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ৯০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।
এমন হারের পর কোনো অযুহাত দাঁড় করাননি মুশফিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের ব্যাটিং ছিল ভয়াবহ বাজে। বাংলাদেশ শেষ কবে ১০০ রানের নিচে অলআউট হয়েছে মনে করতে পারছি না। তবে,তার চেয়ে বেশি ক্ষোভ মুশফিকের বোলারদের ওপর্। খেলা শেষেতো বোলারদের একরকম ধুইয়ে দিলেন অধিনায়ক মুশফিক।
তিনিবলেন, ‘ফ্ল্যাট উইকেটে আপনি উইকেট না পান, ঠিক জায়গায় বোলিং তো করতে পারেন। সে জন্যই তো জাতীয় দলে খেলছেন। আমিও তো ছয়টা বলের মধ্যে দুইটা লাইনে ফেলতে পারতাম। প্রথম ইনিংসে বোলাররা আমাকে অনেক হতাশ করেছে। এক সেশনে উইকেট না পান, রানটা আটকে রাখতে পারেন, যেটা দলকে কাজে দেয়। ৫০০-৫৫০ রানের বোঝা নিয়ে খেলা আর ৩০০-৪০০ রানের বিপক্ষে খেলা দুই রকম ব্যাপার।
শুধু বোলার নয়, ব্যাটসম্যানদেরও দায় আছে। প্রথম ইনিংসে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। পুরো টেস্টে ব্যাটিং-বোলিংয়ে দুটিই খারাপ করেছি।
আমাদের আরেকটি সুযোগ রয়েছে; পরের টেস্টে। এবার ভালো কিছু করতে হবে। না হলে লজ্জা ছাড়া আর কিছুই নিয়ে ফিরতে পারব না।’
বাংলাদেশের এমন যাচ্ছেতাই হারের জন্য ক্ষমা চেয়ে মুশফিক বলেন, ‘ম্যাচ বাঁচানো আমাদরে জন্য অনেক কঠিন ছিল। কিন্তু অন্তত দুই সেশন খেলার সামর্থ্য তো আমাদের আছে। এমন হার মেনে নিতে পারছি না। খুবই খারাপ লাগছে। এমন হারের জন্য জাতির কাছে ক্ষমা চাইছি।’