কাঠগড়ায় মা; তার শিশুকে স্তন্য পান করালেন এক পুলিশ সদস্য

আদালতের কাঠগড়ায় থাকা নারী বন্দির সন্তানকে দুধ পান করাচ্ছেন পুলিশ সদস্য

আদালতের কাঠগড়ায় দাঁড়ানো এক মা। পাশেই কাঁদছিল তার ছোট্ট শিশুটি। পারছিলেন না দুধ পান করাতে। এমন সময় এক বিস্ময়কর ঘটনার জন্মদিলেন এক নারী পুলিশ সদস্য। নারী বন্দিনীর সন্তানকে স্তন্যপান করিয়ে আলোড়ন সৃষ্টি করলেন চীনের ঐ নারী পুলিশ সদস্য।

গত ২৩ সেপ্টেম্বর দেশটির শানজি জিনজং ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এক সহকর্মীর ধারণ করা হাও লিনার ওই স্তন্যপান করানোর ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরে ফিরছে।

চার মাস বয়সী ওই শিশু নারী নাকি পুরুষ তা বিস্তারিত জানা যায়নি।

ডেইলি মেইল বলছে, প্রতারণাসহ কয়েকটি অভিযোগ গ্রেফতার আরও ৩০ জনের সাথে বিচার চলছে ওই শিশুর মায়ের। গত শনিবার কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এক পর্যায়ে তার শিশুটিকে কাঁদতে দেখে এগিয়ে আসেন পুলিশ সদস্য হাও। মায়ের

অনুমতি নিয়েই আদালত ভবনের এক পাশে গিয়ে শিশুটিকে কোলে তুলে স্তন্যপান করান তিনি।
সদস্যই মা হওয়া পুলিশ সদস্য হাওয়ের এক সহকর্মী ওই সময় ছবি ধারণ করে তা আদালতের ওয়েবসাইটে প্রকাশ করেন। এরপরই তা ভাইরাল হয়ে যায়।

হাও লিনা বলেন, শিশুটির কান্না থামছিল না। আমিও সদ্য মা হয়েছি। বুঝতে পারছিলাম শিশুটিকে ছেড়ে যেতে তিনি কতটা উদ্বিগ্ন ছিলেন।

নারী পুলিশকর্মীর এই পদক্ষেপের সাধুবাদ জানিয়েছেন অনেকেই। প্রশংসায় ভরে উঠেছে সাামজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল।

এত মানুষের অভিবাদন পেয়ে আপ্লুত লিনা বলেছেন, আমি বিশ্বাস করি সব পুলিশ অফিসারেরই এই রকম ভূমিকা নেওয়া উচিত। আমি যদি ওই নারীর জায়গায় থাকতাম, তাহলে চাইতাম আমার সন্তানকেও কেউ সাহায্য করুক।