দ্বিতীয় রাউন্ডে রাশিয়া; ছিটকে গেল মিশর

Russia-egypt match.jpg
মিশরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে রাশিয়া

বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলেন না মিশরীয় ফুটবল সম্রাট মেহাম্মদ সালাহ। দ্বিতীয় ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় লেখা হয়ে গেছে মিসরের নামে।

অন্যদিকে প্রথম ম্যাচে রেকর্ড জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বড় জয় ‍তুলে নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক রাশিয়া।

টিকে থাকতে হলে মিসরের চাই জয়। অন্যদিকে ড্র হলেই দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটাই এগিয়ে যাবে রাশিয়া। ম্যাচের আগে এটাই ছিল সমীকরণ। ম্যাচের প্রথমার্ধে গোল করতে পারেনি না কোনো দলই। বিরতির পরই ম্যাচে থেকে ছিটকে পড়ে মিসর। আত্মঘাতী গোলে লিড নেয় রাশিয়া। ৪৭ মিনিটে আলেক্সান্দর গোলোভিনের বাউন্সি শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন মিসরের আহমেদ ফাতি। ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

৫৯তম মিনিটি চেরিশেভের দেওয়া গোলে আবারো এগিয়ে যায় স্বাগতিকরা। ফার্নান্দেসের বাড়িয়ে দেওয়া বলটা মিশরের জালে জড়িয়ে দেন তিনি। এবারের বিশ্বকাপে চেরশেভের এটি তৃতীয় গোল। রোনালদোর সঙ্গে সর্বোচ্চ এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হিসেবে উচ্চারিত হচ্ছে তার নাম। তিন মিনিটবাদেই মিশরের হতাশাটা আরও বাড়িয়ে তোলেন জাইয়ুরা।

তিন গোল হজম করে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে মিসর। ৭৩ মিনিটে পেনাল্টি থেকে এক গোল পরিশোধ করেন সালাহ। এরপর আর কোনো গোল করতে পারেনি কেউ।

এই হারে বিশ্বকাপ থেকে বিদায়ে পথ ধরল মিসর। প্রথম ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল দলটি। মিসর হতাশ করলেও এবারের বিশ্বকাপে নতুন করে জীবন পেল রাশিয়ার ফুটবল। প্রথম ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে উড়িয়ে দেওয়ার পর এবার রাশিয়াকেও হারাল দলটি। দ্বিতীয় রাউন্ডে তারা গ্রুপ সেরা হয়ে ওঠে নাকি গ্রুপ রানার্স আপ সেটাই এখন দেখার বিষয়।

নিজেদের শেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ড্র করতে পারলেও গোল ব্যবধানে গ্রুপ চ্যাম্পিয়ন হবে দলটি এটা মোটামুটি নিশ্চিত। এছাড়া গ্রুপ ‘এ’ থেকে উরুগুয়ে-সৌদি আরবের একটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে। তবে রাশিয়ার কাছে ৫ গোল খেয়ে যাওয়ায় গোল ব্যবধান টপকে রাশিয়ার ওপরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে খেলবে রাশিয়া। একই দিন সৌদি আরবের মুখোমুখি হবে মিশর।

Be the first to comment

Leave a Reply