
কারাবন্দি খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিতে সকাল থেকে কারা কর্তৃপক্ষের প্রস্তুতি থাকলেও বিএসএমএমইউতে যেতে রাজি হচ্ছেন না খালেদা জিযা।
একারণে আজ তাকে হাসপাতালে নেয়া হচ্ছেনা বলে জানিয়েছেন আইজি প্রিজন্স ইফতেখার উদ্দিন। খালেদা জিয়া পরীক্ষা-নিরীক্ষার জন্য বেসরকারি ইউনাইটেড হাসপাতালে যেতে চান বলেও জানান আইজি প্রিজন্স।
বিএনপি বিএসএমএমইউ বাদ দিয়ে তাদের নেত্রীকে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসায় রাজি হওয়ার বিষয়টি আসে আইজি প্রিজন্সের কথায়।
তার কথা অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি দেখা যায়।
কারাগার সংলগ্ন মাক্কুশা মাজারের সামনে পুলিশ অবস্থান নেয়। গণমাধ্যমকর্মীদেরও কারাগারের প্রধান ফটকের দিকে যেতে দেওয়া হচ্ছিল না।
প্রধান ফটকের সামনে অবস্থান নেয় পুলিশের দুটি প্রটেকশন গাড়ি, র্যাবের একটি গাড়ি। কারা ফটকের সামনে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।
তবে সকাল সাড়ে ১০টার দিকে একে একে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে যেতে থাকে। গাড়িগুলোও সরে যায়।
এই বিষয়ে কথা বলতে চাইলে কোন কোনো কর্মকর্তা মুখ খুলতে রাজি হননি।
তবে চলে যাওয়ার সময় পুলিশের বিশেষ শাখার (এসবি) এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ তাকে নেয়া হচ্ছেনা।
৭৩ বছর বয়সী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর থেকে চার মাস ধরে পুরান ঢাকার পরিত্যক্ত এই কারাগারে একমাত্র বন্দি হিসেবে রয়েছেন।
তিনি একবার অসুস্থ হয়ে পড়লে গত এপ্রিলের শুরুতে তাকে একবার বিএসএমএমইউতে নিয়ে এক্স রে করানো হয়েছিল।
Be the first to comment