আলোচিত বৈঠক: সিঙ্গাপুরে কিম, রাতে আসবেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প-কিম জং উন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য সিঙ্গাপুরে পৌঁছেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। রোববার চীনের জাতীয় বিমান সংস্থা এয়ার চায়নার একটি বিমানে করে সিঙ্গাপুরে পৌঁছেছেন তিনি।

এদিকে, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে সিঙ্গাপুরে পৌঁছবেন ট্রাম্প। হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন, হোয়াইট হাউজের চিফ অব স্টাফ জন কেলি ও হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স।

মঙ্গলবার সিঙ্গাপুরের সান্তোসা আইল্যান্ডে বৈঠককে বসছেন দুই নেতা। ওয়াশিংটন আশা করছে, এ বৈঠকের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার পারমানবিক অস্ত্র তৈরির অবস্থান থেকে সরে আসার প্রক্রিয়া শুরু হবে।

এদিকে, রোবার পিয়ংইয়ং থেকে একটি ফ্লাইট সরাসরি সিঙ্গাপুরে গেছে। মনে করা হচ্ছে, বিমানটিতে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধিদল রয়েছে। সূত্র: বিবিসি, আল জাজিরা, স্ট্রেইট টাইমস।

Be the first to comment

Leave a Reply