পশ্চিম বঙ্গকে বাদ দিয়ে তিস্তা চুক্তি সম্ভব নয়: সুষমা

shishoma sharaj
সুষমা স্বরাজ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি বণ্টন চুক্তি করতে কেন্দ্রীয় সরকার খুবই আন্তরিক। তবে পশ্চিমবঙ্গ সরকারের সম্মতি ছাড়া তিস্তা চুক্তি করাসম্ভব নয়।

সোমবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সুষমা বলেন, তিস্তাচুক্তি শুধু ভারত আর বাংলাদেশ সরকারের বিষয় নয়। এখানে পশ্চিমবঙ্গও খুব গুরুত্বপূর্ণ একটি পক্ষ। সে জন্যই আমরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার কথা বলছি।

তিনি আরও বলেন, ২০১৭ সালে শেখ হাসিনার দিল্লি সফরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যে বিকল্প প্রস্তাব দিয়েছিলেন, সেটাকে কাজে লাগানো যায় কিনা, তা এখন খতিয়ে দেখা হচ্ছে। ওই প্রস্তাবটা ছিল তিস্তা বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্য তিনটি নদী থেকে একই পরিমাণ পানি বাংলাদেশে পাঠানোর।

Be the first to comment

Leave a Reply