বিমানের সিটের নিচে ৯ কেজি সোনা

ঢাকায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে নয় কেজির বেশি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের একটি দল।

বিমানের নেপাল থেকে বিজি৭২ নম্বর ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর তাতে অভিযান চালানো হয়।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) অথেলো চৌধুরী জানিয়েছেন, তল্লাশী করে উড়োজাহাজের ১৯বি ও ১৯সি আসনের নিচে ৮০টি সোনার বার পাওয়া যায়।

সোনার বারগুলো কালো স্কচটেপে মোড়ানো ছিল। পরে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে সেগুলো খোলা হয়।

নয় কেজি ২৮০ গ্রাম ওজনের এসব সোনার আনুমানিক বাজারমূল্য চার কোটি ৬৪ লাখ টাকা বলে জানান অথেলো চৌধুরী।