
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
শনিবার ভোররাতের দিকে উপজেলার সাহাপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজি।
এস এ নেওয়াজি জানান, গত ২৪ মার্চ একদল ডাকাত ফুলপুরে অটোচালক জহিরুল হককে হত্যা করে তার অটোরিকশাটি নিয়ে যায়। ওই মামলার আসামি শাওনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ গভীর রাতে ফুলপুরের সাহাপুরে অভিযান চালায়।
তিনি জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত শাওনের সহযোগীরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ডাকাত দলের এক সদস্য নিহত হয়।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান নেওয়াজি।