পরকীয়ার জেরে সন্তান পুড়িয়ে মারলো এক মা!

A mother who killed her child

পরকীয়ার জেরে নিজের সন্তানকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ ওঠেছে এক মায়ের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে এই ঘটনা ঘটে।

শুক্রবার ভোরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের বাড়ৈপাড়া গ্রামে এ ঘটনায় নিহত হৃদয় ৩৫নং বাড়ৈপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক এ তথ্য নিশ্চিত করেন।

ওসি এম এ হক জানান, অভিযুক্ত মায়ের নাম শেফালী। পরকীয়ার জেরে তিনি ও তার কথিত প্রেমকি মোমেন দুই সন্তানকে হত্যার উদ্দেশে কাঁথা দিয়ে ঢেকে ম্যাচের কাঠি দিয়ে বিছানায় আগুন দেন। মুহূর্তের মধ্যে ঝলসে যায় দুই সন্তানের দেহ। আশপাশের লোকজন সন্তানদের আর্ত চিৎকারে বেড়িয়ে আসেন।

অগ্নিদগ্ধ হয়ে এক সন্তান হৃদয় বাড়িতেই মারা যান। আরেক অগ্নিদগ্ধ সন্তান শিহাবকে (৭) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন। তার অবস্থাও আশঙ্কাজনক।