একি! গোপনেই বিয়েটা সেরে ফেললেন ক্যাটরিনা?

আজকাল গোপনে বিয়ে করাটা বোধ হয় একদম হর হামেসা ব্যাপার হয়ে দাড়িয়েছে। এতে বলিউড ইন্ড্রাষ্ট্রির মতো জগতে কম কীসের।

এই ধারবাহিকতায় গোপনে বিয়ে করা নাইকা আনুষ্কা শার্মার মতই কি একজন হয়ে গেলেন ক্যাটরিনা কাইফ? তবে পাত্র বা বিয়ের অনুষ্ঠানের ছবি বা ভিডিও কোথায়?

আনুষ্কা শার্মার মতো চুপি চুপি বিয়েটা সেরে ফেললেও তো হতো, তবে মানুষ কিছু তো জানতো। কবে বিয়ে হল? কোথায় হল? সবচেয়ে বড় প্রশ্ন ক্যাটরিনার পাত্রটি কে? সালমান খান? নাকি অন্য কেউ! এখনো জানা যায়নি। কেবল কনে সাজেই একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা৷ এ নিয়েই চলছে যত সব জল্পনা।

কপালে চন্দন, লাল বড় টিপ, ভারী গয়না, শাঁখা-পলা, লাল টুকটুকে বেনারসী শাড়ি। বাঙালি লাবণ্যে ক্যাটরিনার রূপ যেন উতলে পড়ছে। ভ্যান থেকে নেমেই বিয়ের আসরে ক্যাটরিনা।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এ দেওয়ার পরপরই অনেকের মন ভেঙে কানকান। গোপনে বিয়ের পর্ব চুকিয়েছেন বলে মনে করেন তার ফ্যানেরা।

তবে ক্যাট ভক্তদের বলছি, ছবি দেখেই হতাশ হবেন না। প্রিয় নায়িকা যে ছবি প্রকাশ করেছেন সেটা রিয়েল নয়। ‘জিরো’ ছবির একটি লুক মাত্র। তার প্রমাণ মিলবে, ক্যাটরিনার প্রোফাইল থেকে চোখ সরাতেই সোশ্যাল মিডিয়ার বেশ কয়েকটি ছবিতেই। সেগুলো দেখে অবশ্য স্বস্তির নিঃশ্বাস ফেলেন তার অনুরাগীরা।

জানা গেছে, আনন্দ এল রাইয়ের পরিচালনায় ‘জিরো’ ছবির হিরো বলিউড বাদশা শাহরুখ খান। ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি। কিন্তু ক্যাটের রূপের ঝলকে এখনই হিরোগিরি করছে ‘জিরো’।