
বর্তমান সময়ের ছোট পর্দার বেশ জনপ্রিয় দুই তারকা অভিনেতা – অভিনেত্রী আফরান নিশো ও সাবিলা নূর। নানারকম চরিত্রে তাদের সুনিপুণ অভিনয় শৈলী ও মাধুর্যতা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের মন। তাঁরা এবার স্বামী-স্ত্রী!
নিশো একজন লিফট ম্যান এবং সাবিলা তাঁর স্ত্রী। সংসার খুবই অস্বছল! তবে, এটা বাস্তবে নয়, তঁদের নতুন নাটকে। নাটকটির নাম ‘শাড়ি’, পরিচালক হিমেল আশরাফ।
এখানে নিশো আছেন লিফটম্যান শাহাদাত চরিত্রে। তাঁর স্ত্রী-র ভূমিকায় সাবিলার নাম শিউলি। যেখানে সংসার চলে তাঁদের কোন রকমে। শাহাদাত সর্বাত্মক চেষ্টা করেন স্ত্রীর শখ পূরণের। কিন্তু একটা শাড়িকে কেন্দ্র করে অন্যদিকে মোড় নেয় পুরো গল্পের কাহিনী।
আফরান নিশো বলেন, ‘এটা মধ্যবিত্তের গল্প না, একটা অস্বচ্ছল পরিবারের গল্প বলা যায়। আমার চরিত্রটা একটু আলাদা, লিফটম্যান। একটু অন্যরকম, একটা ভালো লাগা ছিল কাজটাতে।’
সাবিলা নূর বলেন, গল্পটা আমার খুবই পছন্দ হয়েছে। নিশো ভাইয়ের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। তিনি খুবই মজার মানুষ। কাজের বিষয়ে অনেক সহযোগিতা পরায়ণ। সব মিলিয়ে কাজটা করে আমার খুবই ভালো লেগেছে।
পহেলা বৈশাখ উপলক্ষে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।