পর্দা উঠলো আইপিএল ১১’র

ভারতীয় ক্রিকেটের অন্যতম আয়োজন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্ধোধনী মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস এর প্রথম ম্যাচের পর্দা উঠলো বি টাউন সেলেভ’দের পারফর্মেন্স দিয়ে। পারফর্ম করেন হৃতিক রোশন, বারুণ ধাওয়ান, প্রভু দেবা, জ্যাকলিন ফার্নান্দেজ, তমান্না ভাটিয়া ও মিকা সিং প্রমুখ।

জমকালো ম্যাচে হার দিয়ে শুরু করলো মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। খেলা দেখতে হাজির হন অমিতাভ বচ্চনের মতো মহা তারকারাও। ফিল্মি দুনিয়ার সঙ্গে জড়িত হলেও খেলাধুলোর প্রতি তাঁর সখ্যতা গোটা ভারত জানে। এ বার আইপিএলের উদ্বোধনী ম্যাচ হলো মুম্বাইতে। আর তা দেখতেই ছেলে অভিষেক-কে নিয়ে শনিবার সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাজির হয়ে গিয়েছিলেন তিনি।

এবারের আসরের অন্যতম আকর্শন ডিআরএস। এ বারই আইপিএলে প্রথম বার যুক্ত হয়েছে এটি। যার পুরো নাম ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আর টুর্নামেন্ট শুরুর প্রথম দিনেই তার প্রয়োগ হলো মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচে। ক্যারিবিয়ান ব্যাটসম্যান ইউইন লুইস আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এ দিন ডিআরএস নিলেন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিংয়ের সময় তৃতীয় ওভারে চেন্নাই সুপার কিংসের বোলার দীপাক চাহার এলবিডব্লিউ করেন লুইসকে। কিন্তু অধিনায়ক রোহিত শার্মার সঙ্গে কথা বলে দ্রুত ডিআরএস নেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান। যদিও শেষ পর্যন্ত ডিআরএস-এর সুবিধা পাননি লুইস। রিভিউ-তে দেখা গিয়েছে বল লেগ স্টাম্পে লাগতে পারত। ফলে রেকর্ড বুকে নাম তুললেও ক্রিজে থাকা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটসম্যানের।

এ ম্যাচের আরেকটি আকর্শন ছিলো বিনামূল্যে সমর্থকদের জন্য মাহেন্দ্র সিং ধোনি ট্যাটু! সঙ্গে নিজের পছন্দ মতো ব্যানার তৈরির সুযোগ। আইপিএলের প্রথম ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দেখা গেল এমনই এক অভিনব আয়োজন। তবে পিছিয়ে ছিলোনা মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকরাও। দেখা গেল প্রিয় দলের জার্সির নীল রঙে তৈরি পতাকা রেখে দেওয়া হয়েছে সব আসনেই। সঙ্গে মুম্বাই সমথর্কদের ঘোষণা, ‘পুরো গ্যালারিটাই নীল রঙে ভরিয়ে দিন। কারণ এটা আমাদের ঘরের মাঠ।’’ স্টেডিয়াম চত্বরেই নীল রঙের ফ্লেক্স ভর্তি ইমোজি। যার কোনওটা মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা, কোনোটা আবার হার্দিক পান্ডে বা ইয়াশপ্রীত বুমরা। তবে মুম্বাইয়ের সব আয়োজন ছাপিয়ে প্রথম দিন ‘সুপার হিট’ মাহেন্দ্র সিং ধোনির ট্যাটু। সচিন টেন্ডুল্কার স্ট্যান্ডের সামনের স্টলে তাই ভিড় থাকল অনেকক্ষণ। যার মধ্যে মিশে রইলেন মুম্বাইয়ের ধোনি অনুরাগীরাও। হোক না তিনি চেন্নাই সুপার কিংস অধিনায়ক!