
প্রায় বিশ বছর যাবত চলে আসা বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় আজ সালমান খান-কে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে যোধপুরের আদালত। এতে তাঁর জেল হতে পারে এক থেকে ছয় বছর পর্যন্ত। তবে আপিল করতে পারবেন তিনি।
এই মামলায় অন্য চার অভিযুক্ত সাইফ আলী খান, অভিনেত্রী টাবু, সোনালী বেন্দ্রে, নীলম ও দুশ্যন্ত সিংকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
২৮ মার্চ নিম্ন আদালতে কৃষ্ণসার মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি শেষে আজ ৫ এপ্রিল রায়ের তারিখ নির্ধারণ করেছিলেন যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রায়কে সামনে রেখে আদালতের নির্দেশ মতো উপস্থিত ছিলেন এ মামলার অভিযুক্তরা।
মামলার রায় নিয়ে সালমানের আইনজীবী অভিযোগ করে বলেন, সরকারি কৌঁসুলি অভিযোগের স্বপক্ষে প্রমাণ সংগ্রহ করতেই পারেননি। মামলা সাজাতে ভুয়া সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকি, বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দু’টির মৃত্যু হয়েছিল, তা-ও সরকারি কৌঁসুলি প্রমাণ করতে পারেননি বলে দাবি করেছেন তিনি।
অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, ১৯৯৮ সালের ১ এবং ২ অক্টোবর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ সিনেমার শুটিংয়ের মাঝে আলাদা আলাদা জায়গায় দু’টি কৃষ্ণসার হরিণ শিকার অর্থাৎ হত্যা করেছিলেন সালমান খান। সেই সময় তাঁর সঙ্গে সাইফ আলী খান, নীলম, টাবু এবং সোনালী বেন্দ্রে ছিলেন। রাজস্থানের কঙ্কানি এলাকায় গ্রামবাসীদের অভিযোগ, গুলির শব্দ শুনে তারা সালমানদের গাড়িটিকে ধাওয়া করেছিলেন। কিন্তু তাঁদের ধরা যায়নি। সেই সময় চালকের আসনে ছিলেন স্বয়ং সালমান। প্রবল গতিতে গাড়ি ছুটিয়ে তাঁরা পালিয়ে যান বলে দাবি করেন গ্রামবাসীরা।
এই মুহূর্তে সালমানের উপর এক হাজার কোটিরও বেশি লগ্নি রয়েছে। তাঁর সাজা হওয়ায় অনিশ্চিত হয়ে পড়ল এই সিনেমাগুলোর ভবিষ্যৎ। মামলার রায় ঘোষণার এক দিন আগে অর্থাৎ বুধবার যোধপুর পৌঁছান সালমান খান, টাবু এবং সাইফ আলী খান।
সালমানকে জেলে যেতে হলে সঙ্কটে পড়বে ১০০ কোটি রুপি বাজেটের রেমো ডি সুজার রেস ৩। ঈদের সময় ১৫ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা। নির্মাতাদের আশা, আগের দুটি রেস ছবির থেকে এই ছবি বহু গুণ বেশি ব্যবসা করবে, ২৫০ কোটি রুপির মত আয় করবে । কিন্তু নায়কই যদি অপরাধী সাব্যস্ত হয়ে জেলে যান, তবে হোঁচট খাবে ছবির প্রমোশন।
রেস ৩-র পর সালমানের শুরু করার কথা পরিচালক আলি আব্বাস জাফরের ছবি ভারত-এর শ্যুটিং। এর আগে আলি আব্বাস ও সলমনের দুটি ছবি সুলতান ও টাইগার জিন্দা হ্যায় সুপারহিট হয়েছে। কিন্তু ২০০ কোটি রুপির মত বাজেটের এই ছবির ওপর সবথেকে বড় বাজি ধরেছেন আলি আব্বাস। ভারত-এ ৫টি আলাদা লুকে দেখা যাবে সালমানকে।
দাবাং ৩-ও দাবাং সিরিজের তৃতীয় ছবি। আগের দুটি ছবি বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে দিয়েছে। আগামী জানুয়ারিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা। কিন্তু সালমান জেলে গেলে শ্যুটিং শুরু হতে পারবে না।
কিক ফ্র্যাঞ্চাইজির পরবর্তী ছবি কিক ২। প্রথম ছবি কিক-এর মত দ্বিতীয়টিতেও দেখা যাবে সালমান ও জ্যাকলিন ফার্নান্ডেজকে। ২০১৯-এর বড়দিনে মুক্তি পাওয়ার কথা ছবিটির।
এছাড়া সালমানকে দেখা যাওয়ার কথা দাস কা দাম টেলিভিশন শো-এ। অনুষ্ঠানের প্রোমো মুক্তি পেয়ে গেছে। তাঁর জেল হলে সংশ্লিষ্ট চ্যানেল বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়বে।
বিগ বস সিজন ১২-এও সঞ্চালকের ভূমিকায় থাকবেন সালমান। এ বছরের শেষে শুরু হতে পারে শ্যুটিং। সব মিলিয়ে সালামানের জেল মানে বলিউডের লোকসান হাজার কোটি রুপি।