
সেলফির জনপ্রিয়তা আর চাহিদা বিবেচনা করে প্রথমবারের মত সামনের দিনে ২৫ মেগাপিক্সেলে ক্যামেরা ফোন আসছে বাজারে। চীনের মোবাইল ফোন নির্মাতা অপো তাদের এফ৭ মডেলের সেলফি তোলার জন্য ২৫ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করছে।
অপোর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকেই বাজারে আসবে অপো এফ৭। এতে থাকবে দ্বিতীয় প্রজন্মের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিউটি প্রযুক্তি ২.০, হাই ডায়নামিক রেঞ্জ (এইচডিআর)-এর ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, কভার শট ও অগমেন্টেড রিয়্যালিটি (এআর) স্টিকার।
অপোর দাবি, স্মার্টফোনের সামনের ক্যামেরার ক্ষেত্রে এটাই প্রথম ২৫ মেগা পিক্সেল ইন-বিল্ট সেন্সর এইচডিআর ফিচার। ৬৪ বিট অক্টা-কোর প্রোসেসর (১২৮ জিবি ভার্সনের জন্য ৬ জিবি) ফোনটিতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমান সিস্টেম ম্যানেজমেন্ট।
দুই সিমের ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিওভিত্তিক কালার ওএস ৫.০ ওএস, ৬ দশমিক ২৩ ইঞ্চ ফুল এইচডি প্লাস স্ক্রিন, ৬৪ বিট মিডিয়াটেক হেলিও পি৬০ অক্টাকোর প্রসেসর রয়েছে। ৪ জিবি ও ৬ জিবি সংস্করণের দুটি মডেলে আসবে ফোনটি। ফোনটির পেছনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা। এর ব্যাটারি হবে ৩ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের। ১৫৮ গ্রাম ওজনের ফোনটির দাম কত হবে তা এখনো জানা যায়নি।