
বোমা মেরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে বেনামে পাঠানো এক চিঠির মাধ্যমে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা নাগরিক নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, হুমকি দেওয়া হয়েছে একটি টাইপ করা উড়ো চিঠিতে। ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনে রদবদল না করলে টাইম বোমা দিয়ে রেজিস্ট্রার ভবন উড়িয়ে দেওয়া হবে বলে ঐ চিঠিতে হুমকি দেওয়া হয়।
এবিষয়ে জানতে জানতে চাইলে টেলিফোনে রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, এ বিষয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তিনি মিটিংয়ে আছেন জানিয়ে বিস্তারিত পরে জানাবেন বলে পরে ফোন করতে বলেন।
তবে, এ বিষয়ে জানতে আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়ালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জিডির বিষয়ে অবগত নন বলে জানান।