
প্রথম দিনের শেষ বিকেলেই বিপদটা টের পাচ্ছিল অস্ট্রেলিয়া। ১৫ রানে ৩ উইকেট হারিয়েছিল সেরা দলটি। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের সকালে সেই বিপদ আরও বাড়ল। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফিরলেন অধিনায়ক স্টিভ স্মিথ।
দলের বিপর্যয়কর পরিস্থিতিতেও বেশ ইতিবাচক খেলছিলেন স্মিথ। একটু এগিয়ে এসে স্পিন পুরোপুরি ধরার আগেই শট খেলার চেষ্টা করছিলেন। সকালে শফিউল ইসলামকে দুর্দান্ত এক কাভার ড্রাইভে সীমানাছাড়া করে আত্মবিশ্বাসীও হয়েছিলেন। কিন্তু মিরাজ তাঁকে থাকতে দিলেন না। এক ফ্লাইটেড বলে অস্ট্রেলীয় অধিনায়ককে বিভ্রান্তির মধ্যে ফেললেন বাংলাদেশের এই অফস্পিনার।
স্মিথ এগিয়ে গিয়েছিলেন, কিন্তু ফ্লাইট মিস করায় ছত্রখান তাঁর স্টাম্প। ব্যাট আর প্যাডেও ব্যবধানটা ছিল অনেক বেশি। তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৮ রান।
স্মিথ ফেরার পর অবশ্য শক্ত হাতে দলের হাল ধরার চেষ্টা করছেন ম্যাট রেনশ আর পিটার হ্যান্ডসকম্ব। এই দুজন গড়েছেন ৪৯ রানের জুটি। রেনশ ৩২ ও হ্যান্ডসকম্ব ২৭ রানে অপরাজিত আছেন। এই প্রতিবেদন লেখার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৮৩ ।
অস্ট্রেলিয়ার সেরা তিন ব্যাটসম্যান ফিরে গেলেও রেনশ–হ্যান্ডসকম্ব জুটি এই মুহূর্তে চোখ রাঙাচ্ছে বাংলাদেশের বোলিংকে।
Be the first to comment