মুন্সিগঞ্জে বিষপানে একই পরিবারের ৩ জনের মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শিশুমেয়েসহ মা-বাবা বিষপানে আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে আত্মহত্যার এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – ওই গ্রামের মাছ বিক্রেতা মো. মমিন (৫০), তার স্ত্রী লুবনা বেগম (৪৪) ও মেয়ে সানজিদা (৯)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা তিনজন একই সঙ্গে বিষ পান করেন বলে মনে হয়েছে।”

প্রতিবেশীরা টের পেলেও হাসপাতালে নেওয়ার আগেই তারা মারা যান বলে ইলিয়াস জানান।

খবর পেয়ে ওসি এসএম আলমগীর হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

পুলিশ কর্মকর্তা সাইফুল বলেন, “তারা বিষপানে আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তারা বিষপান করেছেন তা এখনও জানা যায়নি।”
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোমিন তাঁর স্ত্রী এবং তাদের দুই সন্তান সহ চারজনের সংসার। বড় মেয়ে স্বর্ণা ও ছোট মেয়ে সানজিদা দুজনেই শ্রীধরপুরের একটি মাদ্রাসায় লেখাপড়া করে।
মোমিন মাছের ব্যবসা করতেন। মেয়েদের পড়াশোনার খরচ যোগাতে কষ্ট হয়ে যেত তাঁর। তাই মোমিন বিভিন্ন স্থান থেকে ধার করতে শুরু করেন। এই ধারের টাকা পরিশোধ করতে ক্ষুদ্রঋণ নেন।
সংসার চালাতে হিমশিম তার উপরে ঋণের চাপ। এগুলো নিয়ে প্রায়ই মোমিন ও তাঁর স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। কিছুদিন আগে ঝগড়ার কারণে লুবনা (স্ত্রী) তাঁর বাবার বাড়ি চলে যান ।
সোমবার মোমিন তাঁর শ্বশুরবাড়ি গিয়ে মুচলেকা দেন যে, আর কখনো স্ত্রীর সঙ্গে ঝগড়া করবেন না, মারধরও করবেন না। এই প্রতিশ্রুতিতে তাঁর স্ত্রী ও মেয়েদের বাড়ি আনেন।

তাদের বড় মেয়ে স্বর্ণা (৫) সুস্থ আছে বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদ সদস্য ইলিয়াস হোসেন।