গাড়ীবহরে হামলায় বিএনপির প্রতিবাদ কর্মসূচী

কক্সবাজার যাওয়া ও ফেরার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশের জেলা সদর এবং শনিবার ঢাকা মহানগরীতে প্রতিবাদ মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বুধবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন,“আমরা আশা করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, তারা সমঝোতার রাস্তায় আসবেন। সেই সমঝোতার রাস্তার পথ আমরা খোলা রাখতে চাই। সেজন্য আমরা প্রতিবাদ জানানো কর্মসূচি দিচ্ছি।”
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের জেলা সদরে প্রতিবাদ সভা হবে। সব ইউনিট কর্মসূচি পালন করবে। সেইসাথে আগামী শনিবার ঢাকা মহানগরীর প্রতি থানায় প্রতিবাদ মিছিল হবে।’
ফেনীর মহিপালের হামলা অত্যন্ত পরিকল্পিত- উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘হামলার এ ঘটনার জন্যে আওয়ামী লীগ উল্টো বিএনপির ওপর দোষ চাপাচ্ছে। হামলা কারা করেছে গণমাধ্যমের কর্মীরা তার জ্বলন্ত সাক্ষী।’