
বিমান নিয়ে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে বাংলাদেশ বিমানের এক পাইলটসহ চারজনকে আটক করেছে র্যাব। রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গণমাধ্যমকে জানান, গ্রেফতার পাইলটের নাম মো. সাব্বির। তিনি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ফার্স্ট অফিসার হিসেবে কর্মরত।
পাইলট সাব্বিরের বিরুদ্ধে প্লেন নিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে। সাব্বির নিহত জঙ্গি আবদুল্লাহর সহযোগী ও জেএমবি সদস্য বলেও জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
গ্রেপ্তার অন্য তিনজন হলেন আবদুল্লাহ ফ্ল্যাট মালিকের স্ত্রী সুলতানা পারভিন, পারভিনের আত্মীয় আসিফুর রহমান ও আলম নামে এক ব্যক্তি। এই তিনজনকে দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পরে বিকেলে কারওয়ান বাজারে এই গ্রেপ্তারের ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিমানের পাইল্ট সাব্বির বিমান নিয়ে সরকারের শীর্ষ কোন ব্যক্তির বাড়িতে হামলার পরিকল্পনা করছিল।

্এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে মিরপুর মাজার রোডের বর্ধন বাড়ি এলাকায় ‘কমল প্রভা’ নামের একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় র্যাব। অভিযান চলার সময় ওই বাড়ির পঞ্চম তলায় ‘জঙ্গি আস্তানায়’ ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ হয়। অভিযানে জঙ্গি আবদুল্লাহ ও তার পরিবার আত্মসমর্পণের জন্য সময় নেয়। কিন্তু পরে বিস্ফোরণ ঘটিয়ে আবদুল্লাহ, তাঁর দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগী আত্মাহুতি দেয়।