কক্সবাজারের পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

কক্সবাজারে যাওয়ার পথে ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে দফায় দফায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। । শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চট্টগ্রামের মীরসরাইয়েও হামলা করে দুর্বৃত্তরা।

এ সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। নেতাকর্মীদের বহনকারী আরও একটি গাড়িতেও হামলা হয়েছে।

সকাল থেকে মীরসরাইয়ের বিভিন্ন পয়েন্টে রাস্তায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যারিকেড দিয়ে রাখে বলে অভিযোগ করেছে বিএনপি । পুলিশের সহায়তায় এসব ব্যারিকেড সরিয়ে চট্টগ্রাম শহরের দিকে এগিয়ে যায় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর।

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে ফেনীর ফতেপুর রেলক্রসিং অতিক্রম করার পরপরই প্রায় ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে গাড়িবহরে হামলা চালায়। এতে সাংবাদিকদের গাড়িসহ কমপক্ষে ১৫ থেকে ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।হামলার সময় বিএনপির দলীয় পোস্টার ও স্টিকার লাগানো বেশ কিছু গাড়ির কাচ ভেঙে ফেলা হয়।

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের স্থানীয় মেয়র হাজী আলাউদ্দিনের মালিকানাধীন স্টার লাইন পেট্রল পাম্পের কাছ থেকেই গাড়িবহরে হামলা করা শুরু হয়।
দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করেন তারা। তাদের কারও কারও হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেছে।
খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতেও হামলা চালানো হয়। এ সময় প্রথম আলো, ডিবিসি, একাত্তর, বৈশাখী, চ্যানেল আইসহ বিভিন্ন সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়। এই হামলায় বেশ কয়েকজন সাংবাদিক আহত ও হয়েছেন।

এর আগে বেলা একটার দিকে কুমিল্লায় খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য আসা বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলা করেন সরকারি দলের নেতা-কর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।খালেদা জিয়ার গাড়িবহর বিকেল চারটার দিকে ওই এলাকা অতিক্রম করে।

এদিকে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঢাকায় সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাওয়ার পথে কয়েক জায়গায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা হয়েছে।
প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দেশে ফেরার পর খালেদা জিয়ার ডান চোখে ব্যান্ডেজ করা ছিল। তিনি লন্ডনে থাকা অবস্থায় সিদ্ধান্ত নিয়েছিলেন দেশে ফিরে রোহিঙ্গাদের দেখতে যাবেন। সেই সিদ্ধান্ত অনুযায়ী তিনি শনিবার কক্সবাজারের উদ্দেশে রওনা হন।