২০০ মেডিকেল অফিসার নেবে বিএসএমএমইউ

বিএসএমএমইউ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ২০০ জন মেডিকেল অফিসার চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। এরমধ্যে মেডিকেল অফিসার পদে ১৮০ জন এবং মেডিকেল অফিসার (ডেন্টাল সহকারী) পদে ২০ জনকে নিয়োগ দেয়া হবে।

আবেদনের যোগ্যতা

মেডিকেল অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীদের বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও রেজিস্ট্রেশনকৃত এমবিবিএস ডিগ্রি পাস হতে হবে। অন্যদিকে, মেডিকেল অফিসার (ডেন্টাল সার্জারি) পদের প্রার্থীদের আবেদনের জন্য বিএমডিসি কর্তৃক স্বীকৃত ও রেজিস্টেশনকৃত বিডিএস ডিগ্রি উত্তীর্ণ হতে হবে।

উভয় পদের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ডিগ্রি অর্জনের পর ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ০১-১০-১৭ তারিখে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীর বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

আবেদনের জন্য প্রার্থীদের আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে ডাকযোগে রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা-১০০০ (কক্ষ নং ২৩৪) ঠিকানায় পৌঁছাতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.bsmmu.edu.bd) থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

একজন প্রার্থীকে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ তিন সেট আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি এবং রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনুকূলে পূবালী ব্যাংক লিমিটেড, ঢাকা, শাহবাগ অ্যাভিনিউ শাখার ওপর ১ হাজার টাকা অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
পদ দুটিতে চূড়ান্তভাবে নির্বাচিত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী (গ্রেড-৮) ২৩ হাজার টাকা স্কেলে বেতন পাবেন।

আবেদনের শেষ তারিখ

পদ দুটিতে আবেদন করা যাবে ৩১ অক্টোবর বেলা আড়াইটা পর্যন্ত।