বুড়িমারীতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

বুড়িমারীতে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ফরিদ হোসেন ওরফে শরীফ (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় শরীফসহ কয়েক বাংলাদেশি গরু আনতে ওই সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ঘটনাস্থলে ফরিদ নিহত হন। পরে তার লাশ বিএসএফ সদস্যরা নিয়ে যায়।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান জানান, লাশ ফেরতসহ এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে আজ বুধবার কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।