
নিউইয়র্কের সবচেয়ে জনবহুল এলাকা ম্যানহাটনের সাইকেল চলার পথে ট্রাক উঠিয়ে দিলে ঘটনাস্থলে নিহত হয়েছে ৮ জন। এতে আহত হয়েছেন অন্তত ১১ জন। এ ঘটনায় জড়িত ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
নিউইয়র্কের টুইন টাওয়ার হামলার স্মৃতিজড়িত গ্রাউন্ড জিরো এলাকার কাছাকাছি এই ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
স্থানীয় সময় বেলা তিনটার দিকে হোম ডিপো নামের দোকান থেকে ভাড়া করা ট্রাক নিয়ে সাইফুল্লাকে ব্যস্ত ম্যানহাটনের পশ্চিম দিক থেকে বাইক লেনে প্রবেশ করতে দেখা গেছে।
পরে চেম্বার স্ট্রিটের মোড়ে একটি স্কুলবাসের সঙ্গে ট্রাকটির ধাক্কা লাগে। এরপর সাইফুল্লা গাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় তাঁর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেলেও পরে জানা গেছে, সেটি ছিল খেলনা বন্দুক।
এলাকায় টহলে থাকা পুলিশ গুলি করলে সাইফুল্লার পেটে লাগে। পুলিশ তখন তাঁকে গ্রেপ্তার করে। বাইক লেন দিয়ে পথচারীর ওপর গাড়ি তুলে দিলে লোকজন ছিটকে পড়তে থাকে। দ্রুত ঘটনাস্থলে পুলিশ ও জরুরি বিভাগের গাড়ি পৌঁছায়।
গ্রেপ্তার হওয়া সাইফুল্লার অস্ত্রোপচার করা হয়েছে। যে ট্রাক নিয়ে তিনি হামলা চালিয়েছেন, সেই ট্রাকে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা, ‘আইএসের (ইসলামিক স্টেট) পক্ষ থেকে এ হামলা।’
বন্দুক হাতে ট্রাক চালকএ ঘটনায় তদন্ত শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। ২৯ বছর বয়সী হামলাকারীর নাম সাইফুল্লো সাইপভ, উজবেকিস্তানের অভিবাসী, ফ্লোরিডার টাম্পায় বসবাস করেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।
ঘটনার পর দ্রুতই বিষয়টি অবগত হয়েছেন জানিয়ে এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “মনে হচ্ছে, নিউ ইয়র্ক আরেকজন অসুস্থ ও উন্মাদ ব্যক্তির হামলার শিকার হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এই ধরণের হামলা যুক্তরাষ্ট্রে হতে দেওয়া হবে না।”
“মধ্যপ্রাচ্য এবং অন্যত্র পরাজিত করার পর আমরা আইএসআইএসকে ফিরে আসতে কিংবা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিতে পারি না, যথেষ্ট হয়েছে।”