রোহিঙ্গাদের নজরদারিতে ৫টি পুলিশ ক্যাম্প

রোহিঙ্গাদের উপর নজরদারি জোড়দার করতে কক্সবাজারের কুতুপালং আশ্রয় শিবিরে পাঁচটি পুলিশ ক্যাম্প স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। রোহিঙ্গা যুবকের হামলায় এক বাংলাদেশি নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেয়া হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে রোববার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় পুলিশকে ক্যাম্প স্থাপনের এই নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে ত্রাণমন্ত্রী বলেন, “সেখানে আমরা এদের (রোহিঙ্গা) আরও তীক্ষ্ণ নজরে রাখার জন্য (কুতুপালংয়ে) পাঁচটি পুলিশ ক্যাম্প স্থাপনের পরামর্শ দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বৃদ্ধি করতে অনুরোধ করেছি।”