
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘আগামী দুই মাসের মধ্যে দেশের রাজনৈতিক অবস্থার পরিবর্তন ঘটবে। মানুষ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।’
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার প্রতিবাদে সম্মিলিত পেশাজীবী পরিষদের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনায় আইন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে তিনি বলেন, আদালত প্রাঙ্গণে পুলিশের সামনে তার রক্ত ঝরেছে। অথচ এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি। হত্যার উদ্দেশে চালানো হামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী এখন পর্যন্ত একজনকেও গ্রেফতার করতে পারেননি। তাই তাদের আর দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই।
তিনি বলেন, মাহমুদুর রহমানের ওপর হামলার ঘটনা জাতির জন্য কলঙ্কজনক। সংবাদ মাধ্যমের এখন স্বাধীনতা নেই। কৌশলে হোক, পরোক্ষভাবে হোক সরকার গণমাধ্যমকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছে। যারা একটু সাহস নিয়ে লেখার চেষ্টা করেন সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার।
পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হোসেন খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম, চিকিৎসক নেতা অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদ, অধ্যাপক আবদুল কুদ্দুস, অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোস্তাক রহিম স্বপন, সাংবাদিক নেতা এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী ও শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন
Be the first to comment