
খালেদা জিয়ার কারাগারে অসুস্থ্যতার মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করতে লন্ডন গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিকিৎসার জন্য গত সপ্তাহে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন বিএনপি মহাসচিব। সেখান থেকেই লন্ডনে যান তিনি।
মির্জা ফখরুল স্থানীয় সময় শনিবার ভোরে লন্ডন পৌঁছান বলে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক জানিয়েছেন।
টেলিফোনে তিনি জানান, “স্যার ভোরে লন্ডন পৌঁছেছেন। আজকে বিকালে মধ্য লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত ইফতারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব যোগ দেবেন। ”
চিকিৎসার জন্য গত ৩ জুন স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ব্যাংকক গিয়েছিলেন মির্জা ফখরুল। সেখানে বামরুনগ্রাদ হাসপাতালে হৃদরোগের চিকিৎসা নেন তিনি।
চিকিৎসা শেষে মির্জা ফখরুল লন্ডনের উদ্দেশে যাত্রা করেন। তার স্ত্রী রাহাত আরা বেগম বৃহস্পতিবার ঢাকায় ফিরে আসেন।
গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় সাজার রায়ের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি হলে পদাধিকার বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিএনপির বিভিন্ন পর্যায়ের সভায় টেলিফোনে বক্তব্য রাখছিলেন তিনি।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার হয়ে চিকিৎসার জন্য জামিন নিয়ে ২০০৮ সালে বিদেশে যান খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তখন থেকে স্ত্রী-সন্তান নিয়ে লন্ডনে বসবাস করছেন তিনি।
Be the first to comment