
সিঙ্গাপুরে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা। টেলিফোনে তিনি জানান, জাপা চেয়ারম্যান শনিবার দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এখন তিনি সুস্থ। ৩০ অক্টোবর দেশে ফিরতে পারেন দলের চেয়ারম্যান।
গত মাসে রংপুর সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। রংপুর ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ অক্টোবর সিঙ্গাপুর যান ৮৭ বছর বয়সী এরশাদ। সেখানে ২০ অক্টোবর তার হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন সাইদুর রহমান।
১৯৮২ সালে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় যাওয়া এরশাদ নয় বছর দেশ শাসন করেন। ১৯৯০ সালে ক্ষমতা থেকে পতনের পর, তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসা নিয়েছেন। গত বছর ভারতে তার চোখে অস্ত্রোপচার হয়। প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করা এ রাজনীতিক আগামী নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আাগমী নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিয়েই নির্বাচন করবেন বলে জানিয়েছেন এরশাদ। বর্তমানে তার দল সংসদে প্রধান বিরোধী দল।