’হেট স্টোরি ফোর’ এ নতুন রূপে ঊর্বশী

ঊর্বশী রাওতেলার হেট স্টোরি ফোর

‘কাবিল’ ছবির আইটেম গানে সাড়া জাগানোর পর এবার নতুন রূপে হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। পাওলি দাম অভিনীত ‘হেট স্টোরি’ সিরিজের চতুর্থ পর্বে অভিনয় করছেন তিনি।

সম্প্রতি ছবির পোস্টার প্রকাশের মাধ্যমে নায়িকার প্রথম লুক প্রকাশ করেন নির্মাতা তরুণ আদর্শ। পোস্টার প্রকাশের পরপরই ঊর্বশীকে ঘিরে শুরু হয়েছে আলোচনা।

টুইটারের পোস্টারের ক্যাপশনে তরুণ লেখেন, ‘ঘৃণা ফিরছে। আগের থেকেও বেশি ক্রোধ নিয়ে।’

২০১৫ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স হওয়ার পর অভিনয়ে নজর কাড়েন ঊর্বশী। তবে আইটেম গার্ল হিসেবে জনপ্রিয়তা কাটিয়ে এবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

ছবিটি মূলত বদলা নেওয়ার গল্প। এতে ঊর্বশীর বিপরীতে রয়েছেন কর্ণ ওয়াহি।

প্রথমে এ সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। তবে পুনরায় সিনেমাটিতে অভিনয়ের জন্য রাজি হয়েছেন উর্বশী। এমনকি চুক্তিপত্রে স্বাক্ষরও করেছেন।
তবে সিনেমাটিতে অভিনয়ের ক্ষেত্রে চুমু, অন্তরঙ্গ দৃশ্য ও শরীর প্রদর্শন না করার শর্ত দিয়েছিলেন এই অভিনেত্রী।

প্রাথমিকভাবে সিনেমাটিতে অভিনয়ের জন্য ঊর্বশীকে প্রস্তাব দেয়া হয়। কিন্তু তিনি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে এ দৃশ্যগুলো বাদ দেয়া হয়। এ প্রসঙ্গে ঊর্বশী বলেন, ‘আমি দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছি

ঊর্বশী রাওতেলা

কিন্তু এ বিষয়ে কিছু প্রকাশ না করার ব্যাপারে অঙ্গীকার করেছি। ’ এ অভিনেত্রী জানান, কাবিল সিনেমার পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। কারণ তিনি এমন চরিত্রে অভিনয় করতে চান, যেখানে গ্ল্যামারের চেয়ে অভিনয় দক্ষতা ফুটে উঠবে।

হেট স্টোরি-ফোর সিনেমাটি আগের সিনেমাগুলোর তুলনায় একটু ভিন্ন হবে জানিয়ে নির্মাতা বিশাল পান্ডে বলেন, ‘অন্তরঙ্গ ও সাহসী দৃশ্যগুলোর দিক থেকে এই সিনেমাটি আগের সিনেমাগুলোর তুলনায় একটু ভিন্ন হবে। কারণ এটি সত্য ঘটনা অবলম্বনে এবং ভিন্ন দর্শকদের আকর্ষণ করার জন্য নির্মিত। অন্তরঙ্গ দৃশ্য অবশ্যই এ সিনেমার মূল বিষয়বস্তু নয়। তাই বলে এই নয় যে, ইতোমধ্যে প্রতিষ্ঠিত এ ফ্র্যাঞ্চাইজির দর্শকের জন্য আমরা উপভোগ্য কিছু রাখব না। ’

২০১২ সালে মুক্তি পেয়েছিল এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা হেট স্টোরি। এরপর ২০১৪ সালে হেট স্টোরি-টু এবং ২০১৫ সালে হেট স্টোরি-থ্রি মুক্তি পায়। পাওলি দাম, সুরভিন চাওলা, জেরিন খান এবং ডেইজি শাহ এর আগে এই সিনেমা সিরিজে নায়িকা