বিচারপতি বদলে, জামিন অপেক্ষা দীর্ঘায়ত সালমানের

বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় গতকাল (শুক্রবার) সালমান খানের জামিন আবেদনের রায় স্থগিত রাখে আদালত। আজ শনিবার তাঁর সেই আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ এই মামলার বিচারপতি বদলি হওয়ায় আজও হচ্ছে না জামিনের শুনানি। ফলে আরো কিছু রাত জেলেই কাটাতে হতে পারে বলিউড ভাইজানকে।

যোধপুরের দায়রা আদালতের বিচারপতি রবীন্দ্র কুমার যোশীসহ আরো ৮৭ জন জেলা ও দায়রা আদালতের বিচারপতিদের বদলির নির্দেশ দিয়েছে রাজস্থান হাই কোর্ট। জানা গেছে, সাধারণ রুটিন মাফিকই হয়েছে এসব বদলি। যদিও শনিবার সালমান খানের জামিনের আবেদন শোনার কথা ছিল বিচারপতি যোশীর।

বৃহস্পতিবার থেকে যোধপুর সেন্ট্রাল জেলে রাত কাটাতে হচ্ছে অভিনেতা সালমান খানকে। সালমানের শাস্তিতে ইতিমধ্যে হতাশা প্রকাশ করেছেন বলিউডের অনেক অভিনেতাই।

অন্যদিকে যোধপুরের ডিআইজি(কারা) বিক্রম সিং জানিয়েছেন জেলে স্টার হিসেবে নিরাপত্তা ব্যতীত অন্য কোনো বিশেষ সুবিধা পাবেন না সালমান খান। -টাইমস অব ইন্ডিয়া।