জামিন বিহীন সালমানের, জেলে আরও এক রাত! শুনানির রায় আগামীকাল।

প্রথম রাতটা না খেয়েই কটিয়েছিলেন সালমান। জামিন না মেলায় থাকতে হবে আরও এক রাত সাধারণ কয়েদীদের মতো। জেল কর্তৃপক্ষের মতে, আদালতের নির্দেশ না থাকায় শুনানির রায়ের পূর্বে আর কোনো সুবিধা পাবেন না তিনি।

আর পাঁচজন কয়েদির মতোই থাকতে হবে তাঁকে। তাই রাতে অন্যান্য বন্দিদের মতোই তাকে রুটি, ডাল এবং তরকারি খেতে দেওয়া হয়। কিন্তু তা খাননি সালমান। তিনি বাইরে থেকেও কোনো খাবার আনাননি। রাতে শোয়ার জন্য সালমানকে সাধারণ একটি চৌকি, একটি তোষক এবং কুলার দেওয়া হয়।

তবে তারকা অভিনেতার নিরাপত্তার কথা মাথায় রেখে জেলের মধ্যে তাঁর জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছে। যোধপুর জেলে স্কুলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত আসারাম বাপুর পাশের সেলেই রয়েছেন সালমান।

কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় অভিনেতা সালমান খানের জামিনের আবেদনের শুনানি আজ সকালে শুরু হলেও রায় দেয়নি আদালত। শনিবার রায় দেবে জোধপুর দায়রা আদালত। এর ফলে আরও চব্বিশ ঘণ্টা জেলেই কাটাতে হবে মহাতারকাকে।

বৃহস্পতিবারই তাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছিলেন যোধপুরের প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই রায়ের বিরুদ্ধেই শুক্রবার দায়রা আদালতে জামিনের আবেদন করেছিলেন সালমানের আইনজীবীরা।

এরই পরিপ্রেক্ষিতে এই মামলায় পুরনো রেকর্ড তলব করেন বিচারক। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, শুনানির রায় দেবেন শনিবার। আর শনিবার যদি কোনও কারণে সালমানের জামিন খারিজ করে দায়রা আদালত, সেক্ষেত্রে সোমবারের আগে হাইকোর্টে জামিনের আবেদন করতে পারবেন না তাঁর আইনজীবীরা।

ফলে, ভাইজানের দুশ্চিন্তা আরও বেড়ে গেল। এ দিন জামিনের শুনানির শুরুতেই সালমানের আইনজীবীরা দাবি করেন, যে সাক্ষীদের জবানবন্দির উপরে ভিত্তি করে সালমনকে শাস্তি দেওয়া হয়েছে, তারা নির্ভরযোগ্য নন। সালমানের জামিনের জন্য ৫৪টি যুক্তি দিয়ে মোটা ৫১ পাতার জামিনের আবেদন আদালতে জমা দিয়েছিলেন তাঁর আইনজীবীরা। এতোকিছুর পরেও অবশ্য সালমানকে আজকের দিনটি জেলেই কাটাতে হচ্ছে। এভাবেই দীর্ঘায়িত হল সালমান খানের হাজতবাস।