
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
বুধবার সকাল পৌনে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে উত্তরার বাসায় উদ্দেশ্যে রওনা হন তিনি।
জাতীয়তাবাদী চিকিৎসক দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মীর ফাওয়াজ হোসেন শুভ বলেন, “স্যার এখন সুস্থ। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিয়েছেন। তিনি বাসায় চলে গেছেন।”
সোমবার সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে মির্জা ফখরুল গুলশানের ওই হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে এনজিওগ্রাম করে চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই।
ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন উজ্জামানের তত্ত্বাবধানে ফখরুলের চিকিৎসা চলে।
২০১৬ সালে কারাগারে থাকা অবস্থায় মির্জা ফখরুলের ঘাড়ে ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। পরে তিনি কয়েক দফা যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়েছিলেন।