
চাঁদপুরের হাজিগঞ্জে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সার তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিক্সার চালকসহ আরো দুজন।
হাজীগঞ্জ থানার ওসি আলমগীর হোসেন জানান, সোমবার ভোরে উপজেলার বাকিলা এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- এলেম হোসেন (৪৫), তার ছেলে একরাম হোসেন (২২) এবং আবু সুফিয়ান (৪০)। তাদের বাড়ি শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায়।
অটোরিকশার আরেক যাত্রী বিল্লাল হোসেন (৩৫) এবং চালককে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আলমগীর বলেন, অটোরিকশাটি শাহরাস্তির উয়ারুক বাজার থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। বাকিলার কাছে অন্য কোনো একটি ভারী বাহনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিদর্শক ফরিদ আহমেদের ধারণা, অন্য বাহনটি ট্রাক বা কভার্ড ভ্যানজাতীয় কোনো গাড়ি, যেটি দুর্ঘটনার পর দ্রুত ওই এলাকা থেকে চলে যায়। খুব ভোরে দুর্ঘটনা ঘটায় কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি।
ওসি আলমগীর বলেন, অটোরিকশার ভেতরে ও বাইরে মাছ ধরার বড়শি এবং জাল পাওয়া গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনা শিকার যাত্রীরা মাছ ধরতে চাঁদপুরে যাচ্ছিলেন।
Be the first to comment