দেশের মানুষ বিদ্যুৎ যথাযথভাবে ব্যবহার করুক: প্রধানমন্ত্রী

১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করে যথাযথ ভাবে বিদ্যুৎ ব্যবহারে দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা চাই আমাদের দেশের মানুষ বিদ্যুৎ যথাযথভাবে ব্যবহার করুক। বিদ্যুৎ উৎপাদন করতে অনেক টাকা খরচ হয়। উৎপাদন খরচের চেয়ে আপনাদের কাছ থেকে কম টাকা নেয়া হয়।

“সেজন্য আপনাদের বলব বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। কত স্বল্প ব্যবহার করে আপনার চাহিদা পূরণ করতে পারবেন সেদিকে আপনাদের যত্নবান হতে হবে।”
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভেড়ামাড়ার ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, কুশলী লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা অনলাইন ট্রেনিং প্ল্যাটফর্ম এবং ১৫টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, আরও ১৩৫টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের জন্য প্রস্তুত হয়ে উদ্বোধনের অপেক্ষায় আছে।
চলতি বছরের মধ্যে ৪৬০টি উপজেলাকে শতাভাগ বিদ্যুতায়নের আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের

তিনি বলেন, উন্নয়ন করতে গেলে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থারও উন্নয়ন করতে হয়। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এ খাতের কোনো উন্নয়ন হয়নি।
“বিদ্যুত নেই, কিন্তু রাস্তার পাশে খাম্বা দিয়ে গেছে। খালেদা জিয়ার ছেলে খাম্বা নির্মাণের ব্যবসা শুরু করেছিল।”

অনুষ্ঠানে জানানো হয়, ২০০৯ সালে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪৯৪২ মেগাওয়াট। ২০১৮ সালে এসে তা দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৫৬ মেগাওয়াটে। তখনকার এক কোটি আট লাখ গ্রাহক বেড়ে হয়েছে দুই কোটি ৮৫ লাখে। বিদ্যুৎ সুবিধার আওতায় আসা মানুষের সংখ্যা ৪৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৯০ শতাংশ।

২০১৭ সালে দেশের ৩৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছিল। এবারের ১৫টি উপজেলা মিলে এ সংখ্যা দাঁড়ালো ৫১তে।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে তার সরকার পরিকল্পনামাফিক কাজ করে যাচ্ছে। ২০২১ সালে মধ্যে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।

আর এসব বিদ্যুত শতভাগ মানুষের কাছে পৌঁছনো ছাড়াও শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে। যে লক্ষ্যে দেশের বিভিন্নস্থানে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা বলেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং প্রধানমন্ত্রী কার্যালয় ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে বিভিন্ন জেলায় স্থানীয় প্রশাসন ও সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন।