সুফিয়া কামাল হল থেকে রাতে ছাত্রীদের বের করে দেয়ার অভিযোগ

সুফিয়া কামাল হল, ঢা.বি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি সুফিয়া কামাল হল থেকে কয়েকজন ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলনের সময় গুজব ছড়ানোর অভিযোগে তাদের বের করে দেয়া হয় বলে অভিযোগ।

বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হল কর্তৃপক্ষ বিভিন্ন শিক্ষার্থীকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ, ফোন কেড়ে নিয়ে ফেইসবুকে কে কোন পোস্ট দিয়েছে তা পরীক্ষা করার পাশাপাশি কয়েকজনকে হল থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এর প্রতিবাদে শুক্রবার বিকাল ৪টায় সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে কোটা অধিকার আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

হলের প্রাধ্যক্ষ সাবিতা রেজওয়ানা জানান, বেশ কয়েকজন ছাত্রীকে ডেকে মোবাইল চেক করে দেখা হয়েছে। গুজব ছড়ানোর অভিযোগে তাদের স্থানীয় অভিভাবকদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী এক ছাত্রী বলেন, রাতে ১০ জনেরও বেশি ছাত্রীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তাদেরকে হল ছাড়তে বাধ্য করা হয়। মেয়েদের মোবাইল ফোন কেড়ে নিয়ে চেক করা হয়। রাতে বাড়িতে ফোন দিয়ে অভিভাবককে আসতে বলা হয়।

একাধিক সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল ফেসবুকে ভুয়া আইডি থেকে গুজব ছড়ানোর ঘটনায় জড়িত সন্দেহে এই ছাত্রীদের বের করে দেওয়া হয়েছে।

তবে ঠিক কতজন ছাত্রীকে হল থেকে বের করে দেওয়া হয়েছে, সে সম্পর্ক শুক্রবার সকাল পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

ছাত্রীদের হল থেকে বের করে দেওয়ার খবর জানাজানি হলে বৃহস্পতিবার রাত দুইটার দিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন ও যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুরু সুফিয়া কামাল হলের সামনে উপস্থিত হন।

এসময় তারা শুক্রবার বিকেলে দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন।