
গাজীপুর ও খুলনা সিটিতে লড়বে বিএনপি । এজন্য গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি।
আগ্রহীদের বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করতে হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
রিজভী বলেন, ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন। দলের মনোনয়ন নিতে আগ্রহী নেতাকর্মীরা বৃহস্পতিবার ফরম সংগ্রহ করে পরদিন শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে পারবেন।
ফরম সংগ্রহ করা যাবে ১০ হাজার টাকায় এবং ফরম জমা দেওয়ার সময় প্রার্থীকে জামানত হিসেবে দিতে হবে ২৫ হাজার টাকা। প্রার্থীদের সাক্ষাৎকার রোববার সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও আতাউর রহমান ঢালী উপস্থিত ছিলেন।