
অনেক প্রতিক্ষার পর বাজারে আসা আইফোনের নতুন মডেলের একটি ফোনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সম্প্রতি এক ব্যবহারকারী তার নতুন আইফোন ৮ প্লাস বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছেন। তাইওয়ানের সেই গ্রাহক জানিয়েছেন, ফোনটি চার্জ দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বড় কোনো ক্ষতি বা আগুন দেখা না গেলেও ফোনটি কয়েক ভাগে ভাগ হয়ে পড়ে। এমনকি কেসিংটিও বিস্ফোরণের চাপে নষ্ট হয়ে গেছে।
নতুন আইফোনের ক্ষেত্রে এটি প্রথম বিস্ফোরণের ঘটনা বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। তবে বিস্ফোরণের কারণ এখনো পরিষ্কারেভাবে জানা যায়নি।
ফোন ব্যবহারকারী ঐ ব্যক্তি জানান, আইফোনটি তিনি মাত্র পাঁচ দিন ধরে ব্যবহার করেছেন। এর পরেই সমস্যা হয়। আইফোনের সাথে সরবরাহ করা চার্জার ও কেবল দিয়েই চার্জ হচ্ছিল ফোনটি।
অ্যাপল কর্তৃপক্ষ এরইমধ্যে অবশ্য বিষয়টি তদন্ত শুরু করেছে বলে গণমাধ্যমের খবর।
গত ১২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক জমকালো অনুষ্ঠানে নতুন আইফোনের ঘোষণা দেয় অ্যাপল। নতুন আইফোনের নাম দেওয়া হয়েছে আইফোন ৮ ও ৮ প্লাস।

নতুন আইফোনে ব্যবহার করা হয়েছে এ১১ বায়োনিক প্রসেসর। অ্যাপল একে বলছে সবচেয়ে শক্তিশালী ও উন্নত চিপ, যা আগের চেয়ে ৭০ শতাংশ দ্রুতগতির। ৬ কোর সিপিইউ এবং ৩০ শতাংশ উন্নত গ্রাফিকস পাওয়া যাবে এতে।
আইফোন ৮–এর পেছনে ১২ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এতে সম্পূর্ণ নতুন সেন্সর ব্যবহৃত হয়েছে, যাতে ৮৩ শতাংশ বেশি আলো যাবে, গভীর পিক্সেল ও প্রশস্ত রেঞ্চ পাওয়া যাবে। আইফোন ৮ প্লাসে ১২ মেগাপিক্সেল ডুয়াল সেন্সর ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার (ওআইএস) সুবিধা থাকছে। আইফোন ৮ এ অগমেন্টেড রিয়্যালিটি যুক্ত করেছে অ্যাপল।