নাটোরে দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত

নাটোর

নাটোরের সিংড়ায় দুর্বৃত্তের গুলিতে হামিদুল ইসলাম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন হামিদুলের সাথে থাকা রবিউল ইসলাম (৩০) নামে আরেক যুবক।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার হাতিয়ানদহ কালিকাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হামিদুল ইসলাম সিংড়া উপজেলার মহিষমারি গ্রামের নেকাব্বর আলীর ছেলে এবং আহত রবিউল ইসলাম একই গ্রামের খলিলুর রহমানের ছেলে। রবিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, দুপুরে দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলে হামিদুল ইসলামের মৃত্যু হয়। আর রবিউল ইসলামে পেটে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটতে পারে।