পুলিশ পরিদর্শকসহ ১৫ জনের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা

চট্টগ্রামের হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আহমেদ শেখসহ ১৫ জনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে আদালতে নালিশি মামলা করেছেন এক নারী।

বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ মামলাটি দায়ের করা হয়। শুনানি শেষে আদালত চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমকে (সিজিএম) জুডিশিয়াল তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

মামলায় ওই নারী অভিযোগ করেন, চলতি বছরের ৩ এপ্রিল হাটহাজারী থানার ফতেহাবাদ এলাকার সন্দ্বীপ কলোনিতে একটি জায়গা দেখতে যান তিনি। সেখানে পরিদর্শক শামীমসহ ১৫ আসামি তার শ্লীলতাহানি করেন। এ ঘটনার পর তিনি আতঙ্কে ছিলেন। তাই মামলা করতে একটু সময় নিয়েছেন।

এ প্রসঙ্গে ট্রাইব্যুনাল-২-এর পিপি অ্যাডভোকেট এম এ নাসের সমকালকে বলেন, শ্লীলতাহানির একটি নালিশি মামলা দায়েরের পর শুনানি শেষে আদালত এটি তদন্ত করে প্রতিবেদন দিতে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমকে নির্দেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম আহমেদ শেখ বলেন, ‘সন্দ্বীপ কলোনিতে সুমন নামে এক ভুমিদস্যু আছে। ওখানে ভুমি দখল নিয়ে পক্ষ-বিপক্ষ একাধিক গ্রুপ রয়েছে। হয়তো কোনোপক্ষকে সহযোগিতা করছি না, তাই মিথ্যা মামলা দিয়ে ভয় দেখাতে চাইছেন।’