সিলেটে পাহাড় ধসে চার শিশু শ্রমিক নিহত

পাথর কোয়ারিতে পাহাড় ধ্বস-ফাইল ছবি

সিলেটের কানাইঘাটে পাহাড়ধসে চার শিশু শ্রমিক নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত তিন জন। মঙ্গলবার সকাল ৮টার দিকে লোভাছড়া পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে তিন জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, নাহিদ আহমদ (১৩), শাকিল আহমদ (১১) ও বাশার (১৪)।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, বাংলা টিলার ওই এলাকাটি দুর্গম। বেশ কয়েক দিন ধরে গর্ত করে সেখান থেকে পাথর উত্তোলন চলছিল। এ সময় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন চাপা পড়ে। এদের মধ্যে চার জনের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার চার জন শিশু শ্রমিক।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, বাংলা টিলা নামের পাহাড়ে ধস হয়েছে। এতে চার শিশু শ্রমিক মারা গেছেন। এদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে।