
ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবিতে দুই জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছে আরো পাঁচজন ।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর এলাকায় তিতাস নদে এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল।
নিহত দুই পরীক্ষার্থী হলো নাদিরা আক্তার ও সোনিয়া আক্তার। নাদিরা আক্তার বীরগাঁও ইউনিয়নের বাইশমোজা গ্রামের সৈয়দ হোসেনের মেয়ে এবং সোনিয়া আক্তার একই ইউনিয়নের নজরদৌলত গ্রামের শিশু মিয়ার মেয়ে। লাশ দুটি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রাখা হয়েছে।
আহতদের নাম জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চিত্তরঞ্জন বলেন, বুধবার থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষার্থীর অংশ নিতে বিরগাঁও থেকে নৌকা কৃষ্ণনগরে আসছিল। এ সময় নৌকা ডুবে ওই জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়।
এ ঘটনায় পাঁচজন পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক জেএসসি পরীক্ষার্থী নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে রওনা হয়। তাদের পরীক্ষার আসন পড়েছিল কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজে।
থানাকান্দি থেকে কৃষ্ণনগরের দিকে যাওয়ার সময় তিতাস নদে পুঁতে রাখা একটি বাঁশের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি উল্টে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থী দুজনকে কৃষ্ণনগর স্বাস্থ্যকেন্দ্র ও পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।