
নরসিংদীর মাধবদীতে বাসের ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও অন্ত:ত ২০-২৫ জন। সোমবার সকাল সাতটার দিকে উপজেলার মাধবদী থানার কান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মাধবদী থানার ওসি মো. ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিট করেছেন। তবে, পুলিশ তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি।
ওসি ইলিয়াস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
দুর্ঘটনায় আহত আরও অন্তত ২৫ জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় মানুষ ও পুলিশ জানায়, সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গেছে। হতাহত ব্যক্তিরা মাইক্রোবাসের আরোহী। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
(ওসি) মো. ইলিয়াস বলেন, যাত্রীবাহী বাসটি নরসিংদী থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসছিল কান্দাইল এলাকায় যানবাহন দুটির মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত।পরে হাসপাতালে আরো দুজনের মৃত্যু হয়।