
ময়মনসিংহের মুক্তাগাছায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা জানান। নিহত রাজন রায়ের (২৮) বাড়ি মুক্তাগাছার পিলখানা গ্রামে। তিনি অটোরিকশার চালক ছিলেন বলে পুলিশ জানায়। বাকিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ তিনটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশাটি সকালে মুক্তাগাছার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল মাইক্রোবাসটি। পথে অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এক নারী ও এক পুরুষ মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরো একজন পুরুষ মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গিয়ে যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
Be the first to comment