
রাজধানী ঢাকার ভাটারা ও সিরাজগঞ্জ পৌর এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছে। রোববার রাতে এ দুই ঘটনা ঘটে।
সিরাজগঞ্জে নিহত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। ভাটারা এলাকায় নিহত ব্যক্তি পেশাদার খুনি বলে দাবি পুলিশের।
রাজধানীর ভাটারায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো. শরিফুল ইসলাম (২৮)।
রোববরা রাত ৩টার দিকে ভাটারার একশ’ ফিট এলাকায় এ ঘটনা ঘটে। শরিফুল পেশাদার খুনি বলে দাবি পুলিশের।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীনও এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার রাত ৩টার দিকে ডিবি পুলিশ আমাদের খবর দিলে আমরা ঘটনাস্থলে গেয়ে গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করি। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে সিরাজগঞ্জ পৌর এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের নাম শাহিন শেখ (৩৫)। তিনি পৌর এলাকার মাহমুদপুর মহল্লার বিষা শেখের ছেলে।
রোববার রাত সোয়া দু’টার দিকে সদর উপজেলার রায়পুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। শাহিনের বিরুদ্ধে কমপক্ষে ১০টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহিন ও তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় শাহিন গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
অভিযানে অংশ নেয়া ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি ডিবি পুলিশের। আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই শামিম হোসেন এবং কনস্টেবল শাহিন হোসেন ও মানিক শেখ। তাদেরকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
নিহত শাহিনের লাশ বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Be the first to comment