সৌদি আরবে অগ্নিকান্ডে ৬ বাংলাদেশি নিহত

saudi death in fire
সৌদি আরবের হাইল জেলায় নিহত ছয় বাংলাদেশি

কদিন আগের দুর্ঘটনার ধাক্কা কাটতে না কাটতে আবারো সৌদি আরবে অগ্নিকান্ডে নিহত হলেন ছয় বাংলাদেশি যুবক। আহত হয়েছেন একজন। নিহতদের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামের দুই সহোদর রয়েছেন।

হাইল জেলার হোলাইফা শহরে বুধবার ভোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেখানে কর্মরত কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

এই অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ( প্রেস) ফখরুল ইসলামও।

নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর গ্রামের মরহুম আবদুল হকের দুই ছেলে এমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২)।

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার করইতোলা বাজার সংলগ্ন চর লরেঞ্চ গ্রামের নেছার আহম্মদের ছেলে জসিম উদ্দিন (২৬) এবং তার ছোট ভাই মো. ইব্রাহিম (২৩)।

চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল (৩০) নিহতদের মধ্যে রয়েছেন।

নিহত আরেকজন ফেনীর বিরিঞ্চি এলাকার ইলিয়াস মেম্বারের বাড়ির রফিকুল ইসলামের ছেলে মহিউদ্দিন রাশেদ (৩৫)।

অগ্নিদগ্ধ দেহগুলো পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করতে ডিএনএ টেস্টের প্রয়োজন হবে বলে জানিয়েছেন রিয়াদে বাংলাদেশ দূতাবারে লেবার কাউন্সেলর সরওয়ার আলম।

হাইল থেকে প্রবাসী বাংলাদেশি আজিজ উল্লাহ সেলিম জানান, সিগারেটের ধোঁয়া থেকে এই আগুনের সূত্রপাত থেকে তারা জানতে পেরেছেন।

“হোলাইফা শহর এলাকায় চাকরি করত এমরানুল হক, মুন্না ও সোহেলসহ সাতজন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রান্না ও খাওয়া শেষে একই রুমে তারা ঘুমিয়ে পড়েন। কেউ একজন রুমের বারান্দায় সিগারেট খেয়ে ফেলে দেয়। ওই আগুন বিদ্যুতের তারে লেগে পুরো রুমে ছড়িয়ে পড়ে।”

আহত চৌদ্দগ্রামের আনিসুর রহমানকে হাইল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান সেলিম।

গত সপ্তাহেই সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি ভবনে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়।