সৌদি আরবে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৌদি আরবের আবহা খামিস মোরশেদ এলাকায় এক বাংলাদেশি সবজি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছেন এক সৌদি নাগরিক। নিহত বাংলাদেশির নাম আজিজুল তালুকদার (৪০)। অভিযুক্ত সৌদি নাগরিককে আটক করেছে পুলিশ।

আজিজুল তালুকদারের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। তার পিতার নাম রমজান আলী।

নিহতের ভাই মাসুদ তালুকদার সাংবাদিকদের জানান, স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টার দিকে এক সৌদি নাগরিক তার কাছে টাকা না দিয়ে কিছু সবজি ও ফল নিয়ে যেতে চায়। এ সময় আজিজুল বাধা দিলে ওই সৌদি নাগরিক ক্ষেপে গিয়ে বাসা থেকে পিস্তল নিয়ে এসে তাকে ৫ রাউন্ড গুলি করেন। আজিজুল ঘটনাস্থলেই মারা যায়।

এ ব্যাপারে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কর্মকর্তা আমিনুল হক জানান, নিহতের কপিলের (দোকান মালিক) মাধ্যমে কনস্যুলেটের সহায়তায় সব আইনি ব্যবস্থা আমরা নিয়েছি। সব আনুষ্ঠানিকতা শেষে তার লাশ দেশে পাঠানো হবে। আজিজুল তালুকদারের লাশ বর্তমানে সারা তাবিদা হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।