গুলিস্তানে মাদ্রাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

রাজধানীর গুলিস্তানে মদিনাতুল মাদ্রাসা থেকে এক শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মোহাম্মদ জিদান (১২) ময়মনসিংহের গফরগাঁওয়ের হাফিজ উদ্দিনের ছেলে গুলিস্তানের সার্জেন্ট আহাদ পুলিশ বক্স সংলগ্ন ঐ মাদ্রাসায় পড়ত।

সোমবার ভোরের দিকে কোনো এক সময় ওই মাদ্রাসাতেই তাকে খুন করা হয় বলে পল্টন থানার এসআই নিশাত জাহান জানান।

মাদ্রাসার হাফিজি বিভাগের প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুদ্দিনের ভাষ্য, ভোররাত সাড়ে ৩টার দিকে তিনি তাঁর কক্ষের পাশের শৌচাগারে যাচ্ছিলেন। এ সময় তিনি শৌচাগারের কাছের হাউসের পাশে জিদানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। সবাইকে তিনি ডেকে তোলেন। কাছে গিয়ে জিদানকে শ্বাসনালি কাটা অবস্থায় পান। পরে পল্টন থানার পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, মাদ্রাসার নুরানি বিভাগের শিক্ষক মোহাম্মদ রাফসান ও শিশুপার্ক কেন্দ্রীয় মসজিদের ইমাম মোহাম্মদ মোজাম্মেলের সহায়তায় জিদানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ভোররাত সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ময়নাতদন্তের জন্য জিদানের লাশ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

আবু বক্কর নামে জিদানের এক সহপাঠীকে পাওয়া যাচ্ছে না জানিয়ে এসআই নিশাত বলেন, মাদ্রাসার বেড়ার একটি অংশ তারা ভাঙা অবস্থায় পেয়েছেন।

বক্করকে পাওয়া গেলে হত্যাকাণ্ডের বিষয়ে আরও তথ্য পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন এই পুলিশ সদস্য।